ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে রোহিঙ্গাসহ আরো ৫০ করোনা রোগী শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি ::  কক্সবাজারে ১ জন রোহিঙ্গাসহ আরো ৫০ করোনারোগী শনাক্ত হয়েছে।  রোববার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। যারমধ্যে ৬ জন ভিন্ন জেলার বাসিন্দা এবং ২ জন ফলোআপ রোগী।
কক্সবাজার মেডিকেল কলেজে অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানান, কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে রোববার ৩২৮টি নমুনা পরীক্ষায় ৫৮টির রিপোর্ট পজিটিভ আসে। যারমধ্যে ৫০ জন কক্সবাজার জেলার, ৩ জন বান্দরবানের, ২ জন সাতকানিয়ার ও ১ জন লোহাগাড়ার বাসিন্দা।
তিনি জানান, রোববার শনাক্ত কক্সবাজার জেলার করোনা রোগীদের মধ্যে সদরের ৩৬ জন, রামুর ৩ জন, টেকনাফের ১ জন, চকরিয়ার ২ জন, পেকুয়ার ২ জন, মহেশখালীর ৫ জন ও একজন রোহিঙ্গা।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, রোববার পর্যন্ত কক্সবাজার জেলায় শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা ২৭৬৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৯ জন, সুস্থ হয়েছেন ১৫৩১ জন, আর বাকিরা বিভিন্ন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, লকডাউন শিথিলের পর কক্সবাজারে করোনা কমছে বলে ধারণা করা হলেও রোববার তা আবার অর্ধশতক অতিক্রম করল। অথচ লকডাউন শিথিলের চতুর্থ দিনে শনিবার মাত্র ৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত: