ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বড় মহেশখালীতে আনসার ভিডিপির অভিযানে মাদক উদ্ধার

সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকুরিয়া পাড়া পশ্চিম পাহাড়তলী এলাকার জালাল মাঝির পুত্র নুরুল ইসলামের বাড়িতে বাংলাদেশ আনসার ভিডিপি বড় মহেশখালী ইউনিয়ন লিডার আলমগীর কবির আযাদের নেতৃত্বে ১৪ ই এপ্রিল রাত ৯টায় অভিযান চালিয়ে বাংলা মদ,হিরোইন,গাজা উদ্ধার করেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম বাড়ি থেকে পালিয় যায়। শুকরিয়া পাড়া এলাকার সমাজ কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের নামে মহেশখালী থানায় অনেক অভিযোগ থাকা সত্বেও আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্ষা না করে নির্বিচারে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে এলাকার যুব সমাজ ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে পুলিশ প্রশাসনের প্রতি এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।

পাঠকের মতামত: