ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অবশেষে লকডাউন হলো ঈদগাঁও বাজার 

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::

করোনা ভাইরাস আতংকে এবার লকডাউন করা হলো দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারকে।

আজ ২৪শে মার্চ বিকেল তিনটায় সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার ঈদগাহ হাই স্কুল গেইট থেকে বংকিম বাজার পর্যন্ত হ্যান্ড মাইক দিয়ে ফার্মেসী, মুদির দোকান, কাঁচাবাজার, চাউল দোকান, হাসপাতাল,ব্যাংক ছাড়া অন্য সব দোকান লকডাউন করার জন্য নিদের্শনা প্রদান করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন,ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ার ম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও বাজার কমিটির সহ-সভাপতি রায়হান আমিন এবং ইউনিয়ন ভুমি অফিসের কর্মকতারা।

উল্লেখ্য,নিদের্শনা দেওয়ার ঘন্টাখানিক পরপরেই ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে নিরাপদ স্থান (বাড়ীতে) চলে যান। সন্ধ্যার পরে ঈদগাঁও বাজারটি ফাঁকা হয়ে পড়ে।

পাঠকের মতামত: