ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

নিউজ ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ ২২মার্চ, রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীর সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটাতে কর্মস্থলের বাইরে যেতে পারবেন না।

পাঠকের মতামত: