ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন দাবিতে কালোব্যাজ ধারণ কর্মসুচী

ffffffএম.জিয়াবুল হক, চকরিয়া :::

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার কক্সবাজারের চকরিয়ায় সংগঠনের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা কর্মসুচী পালিত হয়েছে। একই সাথে চকরিয়া উপজেলার পাশাপাশি কক্সবাজার জেলার আট উপজেলায় সংগঠনের উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। এদিন সকালে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে অনুষ্টিত কলো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা কর্মসুচীতে অংশ নেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা কমিটির ৩৭জন নেতাকর্মী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলার কমিটির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, নির্বাহী সদস্য বজলুল করিম কুতুবী, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সাইফুল হক, সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন, অর্থসম্পাদক মামুনুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা কমিটির সদস্য যথাক্রমে উপ-সহকারি কৃষি কর্মকর্তা যুগেশ চন্দ্র দাশ, উম্মে হাবিবা, দিলীপ কুমার দে, বেলায়েত হোসেন, সনজিত বড়–য়া, জাকের হোসেন, মিরাজুল আমিন, আবদুল মান্নান, ফরসাদ, লিয়াকত আলী, আবু বক্কর ছিদ্দিক, আবু তাহের, নজরুল ইসলাম, সবুজ সুত্রধর, জুলকার নাঈম, মিঠুন, প্রদীপ, শাকিল, জামাল উদ্দিন, সালেহ আহমদ ফারুক, নেজাম উদ্দিন ও সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্টিত প্রতিবাদ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্বান্তক্রমে পরবর্তী কর্মসুচী ঘোষনা করা হয়। এতে বলা হয়েছে ৩ এপ্রিল থেকে ২১এপ্রিল কালো ব্যাজ ধারণ চলবে। এরপর ২২এপ্রিল থেকে ২৭এপ্রিল চলবে গণস্বাক্ষর কর্মসুচী। #

পাঠকের মতামত: