ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মহেশখালী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, ৫ই জানুয়ারীর পর শৈত্যপ্রবাহ

সরওয়ার কামাল, মহেশখালী :: মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে ৩রা জানুয়ারী জুমাবার সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে জানাগেছে। যদিও শীতের তীব্রতা তেমন নেই। বৃষ্টির প্রভাবে আগামী ৫ই জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
শীতের মধ্যে হালকা বৃষ্টিতে সেই ফাঁকার মাত্রাটা যেন আরও বেড়েছে। যারা প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনো মহেশখালীর আকাশ মেঘে ঢেকে আছে। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। সকালের দিকে কিছুটা বাতাস থাকলেও এখন সেটা নেই। মহেশখালী উপজেলার কালারমারছড়া-মাতারবাড়ী,শাপলাপুর,বড় মহেশখালী,কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানান, মহেশখালীতে সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। ফলে শৈত্যপ্রবাহ পড়ায় রাস্তা-ঘাট ফাঁকা হয়ে গেছে। মানুষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছেনা।

পাঠকের মতামত: