ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মহেশখালীতে বজ্রপাতে আহত ব্যক্তিরও মৃত্যু

নিউজ ডেস্ক :: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৌষের বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। আজ বুধবার (০১ জানুয়ারি) সকালে ঘটনাস্থলেই বজ্রপাতে একজনের মৃত্যু হয়। এ সময় আরেকজন আহত হন।

হাসপাতালে নেয়ার পর আহত ব্যক্তিও মারা যান। সকাল ১০টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই ব্যক্তি লবণ মাঠে কাজ করছিলেন।

মৃত আহমদ কবির (৩২) মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের মৃত আমির গোলালের ছেলে ও নুরুল কবির (৩৬) একই ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের মৃত হারু মিয়ার ছেলে।

বড় মহেশখালী ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু বলেন, সকালে আহমদ কবির ও নুরুল কবির লবণের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে আহমদ কবিরের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আহত নুরুল কবিরের মৃত্যু হয়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বজ্রপাতে মৃত দুজনের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

পাঠকের মতামত: