ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

৪১ ভোট বেশী, খালেককে নির্বাচিত ঘোষণা

মহেশখালী প্রতিনিধি :: মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে ৪২৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনভর ভোট শেষে নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলকার নাইন রাত সাড়ে ১০টায় বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে মোটামুটি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন হয়। ফলাফলে জানাগেছে আবদুল খালেক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী দিদারুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৮৯ ভোট, সাংবাদিক সালাউদ্দীন হেলালী কমল(আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭ ভোট। এছাড়াও ইউপি সদস্য হিসেবে ১ নম্বর ওয়ার্ডে দিল মোহাম্মদ (টিউবওয়েল), ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুস সালাম (মোরগ), ৩ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ (ক্রিকেট ব্যাট), ৪ নম্বর ওয়ার্ডে ফরিদুল আলম (ফুটবল), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শফিউল আলম (বৈদ্যুতিক পাখা), ৬ নম্বর ওয়ার্ডে জমিস উদ্দীন (বৈদ্যুতিক পাখা), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ফরিদুল আলম (বৈদ্যুতিক পাখা), ৮ নম্বর ওয়ার্ডে আনু মিয়া (টিউবওয়েল) ও ৯ নম্বর ওয়ার্ডে আমির হামজা কালু (আপেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম দিলু (তালগাছ), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শাহিন সোলতানা মিনা (বই) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে হাজেরা খাতুন (বই) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার জুলকার নাঈম আরো জানান -শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া ১২ টি মেম্বার পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ১৯৫১৮ জন ভোটার রয়েছেন। তারমধ্যে পুরুষ ভোটার ৯৮৫৬ জন ও নারী ভোটার ৯৬৬২ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৯ ওয়ার্ডে ৯ টি, ভোট কক্ষ রয়েছে ৪৬ টি। গতকাল শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হওয়ায় সবার কৌতুহল বৃহস্পতিবারের শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিকে ছিল।
এদিকে এ নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ছিনতাই ও কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাছাড়া নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও তার সাথে থাকা কিছু মাস্তান প্রকৃতির লোক কেন্দ্র কেন্দ্র গিয়ে অহেতুক গালিগালাজ করার বিষয়টি ছিলো চোখে পড়ার মতো। এমন পটভূমিতে সাংবাদিকদের উপর হামলাসহ আপত্তিকর আচরণের প্রতিবাদে দুপুরে শাপলাপুর বাজারে মানববন্ধন করে এমন ঘটনার প্রতিবাদ জানান কর্মরত সাংবাদিকগণ। এদিকে ফালাফল নিয়ে গভীর রাত পর্যন্ত নানা নাটকীয়তার সৃষ্ট হয় বলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করেন।

পাঠকের মতামত: