ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

তনু ও সুমাইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবীতে কক্সবাজার নাগরিক আন্দোলনের সমাবেশে

maপ্রেস বিজ্ঞপ্তি ::

কুমিল্লার ভিক্টোরিয়ার কলেজের ছাত্র সোহাগী জাহান তনু ও কক্সবাজারের পেশকার পাড়ার সোমাইয়া বিনতে আনোয়ারের হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে কক্সবাজার পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশে করেছে কক্সবাজার নাগরিক আন্দোলন। এতে উপস্থিত বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই দিনের পর দিন ধর্ষণ সহ সকল অপকর্মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে কক্সবাজারের পেশকার পাড়ার ঘটনা সবকিছুর পেছনেই অপরাধীদের অপরাধ করে ছাড় পেয়ে যাওয়ার ফলেই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। কক্সবাজারের আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বিনতে আনোয়ারের ধর্ষণ পরবর্তী হত্যাকান্ডের থানায় তাঁর পরিবার মামলা দাখিল করতে গেলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। অবিলম্বে সুমাইয়া বিনতে আনোয়ার ও সোহাগী জাহানুর হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাব জানান। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ার উচ্চারণ করেন। কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক মনির মোবারকের সভাপতিত্বে ও ছাত্রনেতা অন্তিক চক্রবর্তীর সঞ্চালনা অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা একে ফরিদ, জেলা খেলাঘরের আহবায়ক আবুল কাশেম বাবু, জেলা উদীচীর সাধারণ সম্পাদক কল্যাণ পাল, জেলা হোটেল-আবাসিক-রেস্তোরা শ্রমিক লীগের সভাপতি রুহুল কাদের মানিক, সেইভ দ্যা নেচার এর চেয়ারম্যান আ.ন.ম মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক এইচএম নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সহ সভাপতি ফরিদুল আলম, শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নিহত সুমাইয়ার পিতা মোঃ আনোয়ার, শ্রমিক নেতা এখলাছুর রহমান, সৃজন সংগীত ভূবনের সাধারণ সম্পাদক অজয় মজুমদার, শ্রমিক নেতা মো ঃ এখলাছুর রহমান, ওমর ফারুক হিরু, নাজমুল ইসলাম খোকা, হুমায়ুন কবির সূর্য, জাহাঙ্গীর আলম, মোঃ আমিন, ওয়াহিদুজ্জামান নুর, মোঃ কামাল, জাহাঙ্গীর আলম, মোঃ সৈয়দ, আবু ছৈয়দ, ইমরান হোসেন রিপন। প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, উদীচীর সংগঠক বোরহান মাহমুদ, চিত্রশিল্পী অরণ্য শর্মা সহ জেলা উদীচী, জেলা খেলাঘর, সৃজন সংগীত ভূবন, জাতীয় যুব জোট জেলা শাখা, সেইভ দ্যা নেচারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

পাঠকের মতামত: