ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে আ’লীগের এক নেতার ধাক্কায় আরেক নেতার মৃত্যু

মৃত আওয়ামী লীগ নেতা জহিরুল আলম, তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীতে এক আওয়ামী লীগ নেতার ধাক্কায় আরেক নেতা মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ ১৬ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে এ ঘটনা ঘটে।

মৃত আওয়ামী লীগ নেতার নাম জহিরুল আলম (৫৭)। তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

যার ধাক্কায় মারা গেছেন তিনি হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিউল আলম। তিনি কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি হাল নাগাদের কাজ চলছে। এ নিয়ে সকালে জহিরুল আলম ও বদিউল আলমের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় বদিউল আলমের ধাক্কায় পড়ে যান জহিরুল আলম। এসময় তিনি উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে জহিরুল আলমকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জহিরুল আলমকে হাসপাতালে আনার আগেই মারা যান।

কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলরের তালিকা নিয়ে ওই ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের নেতা বদিউল আলমের কথা-কাটাকাটি হয়।

নুরুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে গেলে বদিউল একপর্যায়ে জহিরুল আলমকে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে গিয়ে মারা যান জহিরুল।

পাঠকের মতামত: