ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

‘তনু হত্যাকান্ডে জড়িতদের দ্রুত মুখোশ উম্মোচন করুন’

Cox Picসংবাদ বিজ্ঞপ্তি ::

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী সোহাগী আকতার তনু হত্যাকান্ডের সাথে জড়িতদের খোঁজে বের করে দ্রুত জাতীর সামনে তাদের মুখোশ উম্মোচন করুন। অন্যথায় ভবিষ্যতে হাজারো তনু’র মায়ের বুক খালি হবে। ২৮ মার্চ সোমবার সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক কক্সবাজার এর আয়োজনে সভায় বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু নির্যাতন ও খুনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। হত্যাকান্ডের সঠিক রহস্য বের করতে না পারলে অবস্থা আরো ভয়াবহতার দিকে যেতে পারে। শুধু তনু নয়, ভবিষ্যতে হাজারো তনু’র মায়ের বুক খালি হবে। বিলম্ব না করে সেনা নিবাসের সীমানায় সোহাগী আকতার তনু খুনের ঘটনার রহস্য বের করার দাবী জানান বক্তারা।

নেটওয়ার্কের জেলা সভাপতি প্রবীন সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্কের যুগ্ম-আহবায়ক প্রবীন সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, দৈনিক সমুদ্র বার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ, নেটওয়ার্কের সদস্য অজিত নন্দি, জুলফিকার আলী, চঞ্চল দাশ গুপ্ত, ইমাম খাইর, নুরুল আজিম, শাহেনা আকতার পাখি, জসিম উদ্দিন, মাসুদ রানা, আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।

সভাশেষে মেধাবী ছাত্রী তনু হত্যার বিচার চেয়ে প্রেসক্লাব সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নিয়ে কর্মসুচির সাথে সংহতি জানান।

পাঠকের মতামত: