ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রান সামগ্রী বিতরন কালে আটক ৩

ুুুুুুমাহমুদুল হক বাবুল, উখিয়া

উখিয়ার উপক’লীয় ছোয়াংখালী এলাকায় রোহিঙ্গা বস্তিতে ত্রান সামগ্রী বিতরন করার দায়ে পুলিশ ৩ জনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে অবৈধ: রোহিঙ্গা বস্তিতে ত্রান সামগ্রী বিতরন কালে স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল আলম ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারান সম্পাদক সাইফুল ইসলাম ভুট্রোুর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। ইনানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইকরাম হোসনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মিয়ানমার ভাষায় লিখিত ২ বস্তা বই, ৩০ বস্তা চাউল, ৩০ বস্তা ডাল, ৩০ বস্তা চিড়া, ৩শ কেজি আলো, ১৫০ কেজি লবন, ৬০ লিটার তেল ও ৫ বস্তা কম্বল উদ্ধার করে। এ সময় অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রান বিতরনে জড়িত থাকার দায়ে ঢাকা জেলার নবীন অধিকারীর ছেলে বিশপ দিলিপ অধীকারী, বিমল মন্ডলের ছেলে বিকাশ মন্ডল ও বান্ডু দাসের ছেলে শংকর দাসকে পুলিশ আটক করেছে। আটককৃতদের সকলের বাড়ী ঢাকা ১২১২ জেলার নতুন বাজারের ভাঠারা গ্রাম। ওই সময় জালিয়াপালং ইউনিয়নের পাটোয়ারটেক নামক এলাকার মৃত মোঃ জলিলের ছেলে নুরুল হাকিম ও ছোয়াংখালী এলাকার বদিআলমের ছেলে মোজাম্মেল হক পালিয়ে যায়। তারা আটককৃতদের ত্রান বিতরনে সহযোগিতাকারী বলে পুলিশ স্বীকার করেছে। উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, আটককৃতরা অবৈধ রোহিঙ্গা বস্তিতে রোহিঙ্গাদের ধর্মান্তিরিত করার লক্ষে ত্রান গুলো বিতরন করার চেষ্টা করেছিল। আটককৃতরা পুলিশের নিকট স্বীকার করেছে রোহিঙ্গা তারা কৌশলে ধর্মান্তিরিত করার কাজে জড়িত।

পাঠকের মতামত: