ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় শিক্ষক বদলীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

uyhuyuyuyওমর ফারুক ইমরান, উখিয়া  ::

কক্সবাজারের উখিয়া উপজেলার ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩ জন নিয়মিত শিক্ষকের মধ্য থেকে হঠাৎ করে ২ জন সহকারি শিক্ষককে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অন্যত্রে বদলীর তোড়জোড় শুরু হওয়ার ঘটনা নিয়ে এলাকায় অভিভাবক সমাজের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ ঘটনা নিয়ে গতকাল রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত রেখে ২ জন শিক্ষককে বদলী করার ষড়যন্ত্র চলছে। ওই ২ জন শিক্ষককে যদি বদলী করা হয়, তাহলে ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ রেখে ছেলেমেয়েদের পড়ালেখা থেকে বিরত রাখা হবে। বক্তারা অবিলম্বে অনৈতিক বদলী বন্ধ রেখে ওই বিদ্যালয়ে আরো ২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার দাবী জানান। অন্যথায়, ছাত্র-ছাত্রীদের নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন। স্থানীয় ইউ,পি, সদস্য মোর্শেদ আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শামশুল আলম, বিএনপি নেতা জালাল আহমদ চৌধুরী, ইউ,পি, সদস্য সাইদুল ইসলাম রোমান, ইউ,পি, সদস্য শামশুন্নাহার মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার আব্দুর রহিম, যুবলীগ নেতা রাসেল উদ্দিন সুজন, অভিভাবক সাহাব উদ্দিন, হাজী আলী আহমদ, সব্বির আহমদ ও ছৈয়দ আকবর মেম্বার প্রমুখ।

ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার আব্দুর রহিম জানান, সাড়ে ৫ শতাধিক নিয়মিত ছাত্র-ছাত্রী অধ্যুষিত এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাকিম সহ ৩ জন শিক্ষক দিয়ে কোন রকম দায়সারাভাবে চলছে পাঠদান। এমতাবস্থায়, সহকারী শিক্ষিকা তাহেরা বেগম ও উম্মে সালমা উর্মি ব্যক্তিগত সমস্যা উত্থাপন করে বদলীর জন্য আবেদন করেছে। উক্ত আবেদনে ৩ জন সংসদ সদস্যের স্বাক্ষর থাকায় তাদের বদলী নিশ্চিতের ব্যাপারে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি উপজেলা শিক্ষা কমিটির বৈঠকে ওই ২টি আবেদন পত্র বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে জেলা শিক্ষা অফিস বরাবরে প্রেরণ করার ঘটনা নিয়ে অভিভাবক, শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী তথা সর্বসাধারণ প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিক্ষা কমিটি সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম ভুঞা জানান, তারা বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষক স্বল্পতার বিষয়টি স্বচক্ষে দেখেছেন। তিনি বদলীর আবেদনের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম শিক্ষক বদলী নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, যেখানে ৫ শিক্ষকের পদ খালি রয়েছে, সেখানে আরো ২ জন শিক্ষক বদলী করে ৭ জন শিক্ষকের পদ খালি করার কোন প্রশ্নই আসে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, বিধি বহির্ভূতভাবে শিক্ষক বদলী করার যাবে না। এ ব্যাপারে গতকাল রোববার জেলা শিক্ষকা কর্মকর্তা এবিএম ছিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে আলাপ করা হলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করে বলেন, ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোন শিক্ষক বদলী করা হবে না।

পাঠকের মতামত: