ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ সভাপতি ইশতিয়াককে আটকে চকরিয়াসহ জেলাজুড়ে বিক্ষোভ

received_1608510816136720চকরিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়কে টেকনাফে আটকের প্রতিবাদে চকরিয়া পৌরসদরের চিরিঙ্গা বাসষ্টেশন, রামু, কক্সবাজার ও উখিয়ার বিভিন্ন এলাকায় অবরোধ করেছে ছাত্রলীগ । চকরিয়া পৌরসদরের নিউ মার্কেট, সিটি সেন্টার ও থানা রাস্তা মাথা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিল চলাকালে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। এসময় খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও চকরিয়া উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম ঘটনাস্খলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।  এ ছাড়াও উখিয়ার সদর ষ্টেশন , কোটবাজার , বালুখালী ও পালংখালীতে বেরিক্যাড সৃষ্টি করে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়া হয়েছে । ফলে দুভোগে পড়েছে যাত্রীরা । গাড়ী চলাচল বন্ধ রয়েছে ।
এদিকে কক্সবাজার শহরে , লিংক রোড ও বাসটামিনালে অবরোধ করা হয়েছে বলে জানা গেছে । তবে ইসতিয়াক আহমেদ জয় ছাড়া পেয়ে কক্সবাজারের পথে রওয়ানা দিয়েছেন এবং উখিয়া অতিক্রম করেছেন বলে জানতে পারায় ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ সাময়িক বন্ধ রেখেছে বলে জানা গেছে। ।

পাঠকের মতামত: