ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পুলিশের অভিযানে প্রতারণা মামলার আসামী গ্রেফতার

পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় প্রতারণা মামলায় আদালতের পরোয়ানাভূক্ত এক পলাতক  আসামীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোস্তাক আহমদ। তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আন্নর আলী পাড়া গ্রামের  মৃত বদরুজ্জামানের পুত্র।

আজ ১৯ সেপ্টেম্বর দুপুর ১টার পেকুয়া থানার এএসআই মেজবাহ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ প্রতারণা মামলার ওই আসামীকে পেকুয়া বাজার থেকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূঁইয়া চকরিয়া নিউজকে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে সিআর- ৫১৫/১৮ইং এর ৪০৬/৪২০ দঃ বিধির ধারার একটি মামলায় আদালতের পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হবে।

পাঠকের মতামত: