ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁহতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁহ ::  কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহতে নির্মানাধিন ভবনের মোটর লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় ঘটে এ ঘটনা। শহিদুল ইসলাম সদরের পোকখালী মুসলিম বাজারের সংলগ্ন ছমিউদ্দীন পাড়ার হাফেজ মুছা আলম এর প্রথম পুত্র।

পোকখালী মুসলিম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী বেলাল উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে শহিদুল ইসলাম ঈদগাঁহ বাজারে তাদের নির্মানাধিন ভবনের মোটর লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঠকের মতামত: