ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সসবাজারে অভ্যন্তরীণ গনতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা সম্পন্ন

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারে অভ্যন্তরীণ গনতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
১৬ সেম্পেম্বর সকাল দশটায় জেলা পরিষদ হল রুমে গনতন্ত্র চর্চার বিষয়ে উম্মুক্ত আলোচনা হয়। কর্মশালা সমন্নয়ের দায়িত্ব পালন করেন,জেলা ছাত্রলীগের নিবার্হী সদস্য ও ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের রাজনৈতিক ফেলো তানজিদ ওয়াহিদ লোটাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,জেলা মহিলা আ,লীগের সাধারন সম্পাদিকা হামিদা তাহের।
কর্মশালা পরির্দশন করেন,ইউএসএইডের মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন। উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনের আঞলিক ম্যানেজার সদরুল আমিন,অধ্যাপক এছারুল করিম।
এতে অংশ নেন,গনমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর,আ,লীগ নেতা মনজুর আলম,ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন,বোরহান মাহমুদ, রাহুল পাল,মনজুর আলম,আয়ুব আলী,তাহের মোল্লাসহ আরো অনেকে।
গনতন্ত্র,দলে তরুন নেতৃত্বের অন্তভূক্তি,দলে নারীর অন্তভূর্ক্তিও গঠন তন্ত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয় ভিক্তিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়।

পাঠকের মতামত: