চট্রগ্রাম প্রতিনিদি :: বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ডুবে যাওয়া ‘এমভি হেরা পর্বত-৮’ জাহাজের নিখোঁজ নাবিকদের উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১১০০ টন কয়লা নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় উত্তাল সাগরে জাহাজটি ডুবে যায়। এরপর দুপুরে তাদের একে একে উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, জেলেদের নৌকা ভাসতে থাকা নাবিকদের উদ্ধার করে। এরপর তাদের ‘এমবি আল নামেরা-৪’ নামের আরেকটি জাহাজে তুলে দেওয়া হয়। বর্তমানে নাবিকদের নিয়ে জাহাজটি কর্ণফুলীর বিজয়নগর এলাকায় অবস্থান করছে। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে ।
পাঠকের মতামত: