ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়া অবশেষে নতুন এসিল্যান্ড তানভীর হোসেন’র যোগদান

লাবণ্য রাণী পূজা, চকরিয়া ::
অবশেষে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন তানভীর হোসেন।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কর্মস্থলে যোগদান করেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড তানভীর হোসেন এর আগে চাঁদপুর হাইমচর উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেন।
কর্মকালে তিনি অত্যন্ত সৎ, দক্ষ ও নিষ্ঠাবান অফিসার হিসেবে পরিচিত ছিলেন।

চকরিয়ায় দায়িত্ব পালনে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন এসিল্যান্ড তানভীর হোসেন।

পাঠকের মতামত: