ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মগনামার আ’লীগ নেতা মেহের আলী মাতামুহুরীতে অবৈধ বালি বানিজ্য! দেখার কেউ নেই ?

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার আওয়ামীলীগ নেতা মেহের আলী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচান্দা মুন্সুঘোনা এলাকায় এসে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্ট থেকে ড্রেজার মিশিন বসিয়ে দৈনিক হাজার হাজার ঘনফুট অবৈধ ভাবে বালি উত্তোলন করছে। তার কাছে কোন বৈধ কোন কাগজপত্র নেই।

উত্তোলিত বালি থেকে সরকার এক খানাকড়িও রাজস্ব পাচ্ছেনা। কিন্তু লাভবান হচ্ছে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।

ফলে বিনাবাধাঁয় দিনদুপুরে এ অবৈধ কর্মকান্ড অব্যহত রাখলেও তার অপকর্মে কেউ বাঁধা দিচ্ছেনা বলে স্থানীয় জনগন অভিযোগ করেছেন।

বাঘগুজরা পয়েন্টে শুস্কমৌসুমে মিঠাপানি আটকিয়ে হাজার হাজার একর জমিতে বোরো চাষাবাদের জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড প্রায় অর্ধশত কোটি টাকায় নির্মিত রাবার ড্যামটি অবৈধ বালি উত্তোলনের কারণে চরম হুমকির সম্পূখিন হয়ে পড়েছে।

এ ব্যাপারে প্রশাসন নির্বিকার থাকায় আওয়ামীলীগ নেতা মেহের আলীর আবৈধ বালি বানিজ্য বন্ধ হচ্ছেনা।

পাঠকের মতামত: