ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠক শেষে মিয়ানমার বিজিপি’র ৪ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া নাফ নদীর পয়েন্ট থেকে অনুপ্রবেশের দায়ে আটককৃত চার মিয়ানমার র্বডার র্গাড পুলিশ (বিজিপি)সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

বিজিপির এ চার সদস্য অন্যায় ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে তাদের ফিরিয়ে নেন মিয়ানমার।

৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর আগে, দুপুর ১২টা থেকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১২ সদস্য ও মিয়ানমারের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন বিজিপির ১ নং ব্যাটেলিয়নের অধিনায়ক কমান্ডিং অফিসার ক্য উইন।

হস্তান্তরকৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো মং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।

উল্লেখ্য, রোববার (২৫ আগস্ট) রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট থেকে এ চার সদস্যকে আটক করে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এ সময় তাদের কাছে একটি স্পিড বোট, অস্ত্র ও গোলাবারুদও পাওয়া যায়।

পাঠকের মতামত: