ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

চকরিয়া গ্রীষ্মকালিন ফুটবল খেলা শেষে হামলায় কোরক বিদ্যাপীঠ ছাত্র আহত

এম জাহেদ চৌধুরী, চকরিয়া ::কক্সবাজারের চকরিয়ায় গ্রীস্মকালীন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ক্রীড়ার ফুটবল ইভেন্টে মঙ্গলবার বিকালে কোয়ার্টার ফাইনালে উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের কাছে ২-১ গোলে হেরে আসার পথে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ছাত্ররা হামলার শিকার হয়েছে। হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর হামলায় কোরক বিদ্যাপীঠের কয়েকজন ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখমপ্রাপ্ত কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র সায়মনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের সাথে খেলে হারার পর আমার স্কুলের ছাত্ররা চলে আসছিল। পথিমধ্যে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষার্থী প্রথমে কটাক্ষ পরে হামলা করে।
হারবাং উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, কি ঘটেছে আমার জানা নেই। ওই সময় আমি উপজেলায় একটি মিটিংয়ে ছিলাম।
এদিকে হারবাংয়ে কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনার রেশ ধরে পরবর্তী হারবাং স্কুলের খেলাগুলোতে অনাকাংখিত ঘটনা ঘটার আশংকা করছেন অভিভাবকরা।
এনিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, কি ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে। আগামী খেলাগুলোতে অনাকাংখিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: