ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার চিংড়িজোনে র‌্যাবের অভিযানে এলজিসহ ডাকাত গ্রেপ্তার

এম জাহেদ চৌধুরী, চকরিয়া ::   র‌্যাপিড় এ্যকশন ব্যাটলিয়ন (র‌্যাব) ১৫ কক্সবাজার ক্যাম্পের একটি টিম চকরিয়ার চিংড়িজোন চরণদ্বীপ এলাকায় অভিযান চালিয়েছে। সোমবার ভোর ৫টার দিকে অভিযানকালে একটি দেশীয় তৈরী এলজি ও দুটি খালি কার্তুজসহ ডাকাত দলের সদস্য নুর মোহাম্মদ (২০) কে গ্রেপ্তার করেছে।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিড়িয়া) সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর রাতে চরণদ্বীপ চিংড়িজোনে একদল স্বশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিশ্চিল। এখবর পেয়ে র‌্যাব টিম অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও এলজিসহ গ্রেপ্তার করা হয় নুর মোহাম্মদকে। অস্ত্রসহ তাকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: