ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ার কাকারা রুদ্রপাড়া সড়ক কেটে নিষিদ্ব তামাক ক্ষেতে পানি সরবরাহের অভিযোগ

ওওওওচকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে বটতলী রুদ্র্রপাড়ার এলাকার জনসাধারণের চলাচলের গ্রামীণ একটি সড়ক কেটে দিয়ে নিষিদ্ধ তামাক ক্ষেতে পানি সরবরাহে গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। এতে করে এক সড়ক দিয়ে চলাচলকারী এলাকাবাসির হাটাচলা চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসির অভিযোগে জানা যায়, কাকারা সড়কের বটতলী ষ্টেশন থেকে পূর্বদিকে যাওয়ার জন্য গোপালের ছড়ানামে একটি গ্রামীণ সড়ক রয়েছে। এলাকার শতশত মানুষ রিক্সা টমটম সিএনজি নিয়ে ও পায়ে হেটে প্রতিদিন এ সড়ক দিয়ে শাহওমর মাজার এলাকায় যাতায়ত করে থাকে। এমনকি ভ্যানগাড়ি ও টলিতে করে তরিতরকারি সহ বিভিন্ন মালামাল এ গ্রামীণ সড়ক দিয়ে আনা নেওয়া করে থাকে এলাকার মানুষজন। কিন্তু গত এক মাস পূর্বে স্থানীয় মৃত ঠান্ডা মিয়ার ছেলে জকরিয়া ও গুরামিয়া এ সড়কের গোপালের ছড়া ব্রিজের দক্ষিণ পার্শ্বে সড়কটির মধ্যখানে বিশাল অংশের মাটি কেটে দিয়ে ড্রেন করে নিষিদ্ধ তামাক ক্ষেতে পান সরবরাহ করে আসছে। এতে করে এ সড়ক দিয়ে যাতায়তকারী শতশত মানুষ স্কুলের ছাত্রছাত্রী চলাফেরায় চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসার সময় সড়কের কাটা অংশে পানিতে পড়ে তাদের বই খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে ব্যক্তি মালিকানাধীন তামাক ক্ষেতে নিজেদের হাসিলের জন্য সরকারি চলাচলের পথ কেটে দিয়ে পানি সরবরাহ করায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে এলাকার জনগণ তাদের বাধা দিলেও বাধা মানছে না। বরংছ ওল্টো জনগণকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কাটা অংশ অবিলম্বে ভরাট করা না হলে আগামী বর্ষা মৌসুমে সড়কটি পানির সাথে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: