ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চার সচিব-কক্সবাজারের ডিসিসহ ১৫ সরকারী কর্মকর্তাকে বেলা’র আইনি নোটিশ, সৈকতের লাবণী পয়েন্টে ১০ তলা বিশিষ্ট সার্কিট হাউজ নির্মাণ বন্ধে

সংবাদ বিজ্ঞপ্তি ::  কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) ১০ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন সার্কিট হাউজ নির্মাণ বন্ধে, এ বহুতল ভবনের অনুকুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ছাড়পত্র বাতিল ও কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে চার সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৫ সরকারী কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ১ সেপ্টেম্বর রবিবার ডাকযোগে বেলার পক্ষে এ নোটিশটি পাঠিয়েছেন বেলা ও সুপ্রীম কোর্টের আইনজীবি সাঈদ আহমেদ কবির।

নোটিশে ১০ তলা বিশিষ্ট নতুন সার্কিট হাউজ নির্মাণ বিষয়কমন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক গৃহিত সিদ্ধান্তও এ প্রকল্পের অনুকূলে ইতোমধ্যে প্রদত্ত সকল ছাড়পত্র ও অনুমোদনবাতিলের জোর দাবি জানিয়েছে। একইসাথে অনতিবিলম্বে আদালতের নির্দেশ প্রতিপালনসাপেক্ষে সমুদ্র সৈকত ও সৈকতের আশেপাশে নির্মিত ও নির্মাণাধীনসকল স্থাপনা উচ্ছেদ পূর্বক পৃথিবী দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত সংরক্ষণের জোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ প্রেরণের সাত দিনেরমধ্যে সংশ্লিষ্ট আইনজীবিকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বেলা।

নোটিশ প্রাপ্তরা হলেন, মন্ত্রীপরিষদ বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সচিব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশী, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক ও কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি)।

নোটিশে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটন নগরী কক্সবাজার বিশ্বের দীর্ঘতমসমুদ্র সৈকত ও তার অপরূপ সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। পরিবেশগতদিক থেকেও এ জেলার রয়েছে অপরিসীম গুরুত্ব। পরিবেশগত তাৎপর্য বিবেচনায় কক্সবাজারসমুদ্র সৈকত থেকে টেকনাফসমুদ্র সৈকতের ১০,৪৬৫ হেক্টর এলাকার প্রাণবৈচিত্র্য, নির্মল জলরাশি এবং পরিবেশ ও প্রতিবেশরক্ষার জন্য সরকার ১৯৯৯ সালে এ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে যেখানে সকল ধরণের স্থাপনা/অবকাঠামো নির্মাণনিষিদ্ধ। সম্প্রতি মন্ত্রীপরিষদ বিভাগ ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এলাকার ১নং খাস খতিয়ানভুক্ত ঝিলংজা মৌজার লাবণী পয়েন্ট সংলগ্ন বিএস ৩০২১ ও ২০০০১ নং দাগে নতুন সার্কিট হাউজ নির্মাণ প্রকল্পের অধীন ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। ২০১৩ সালের ৬ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় কর্তৃক প্রজ্ঞাপণের মাধ্যমে প্রকাশিত“ডেভেলপমেন্টপ্ল্যান ফর কক্সবাজার টাউন এ- সি আপ টু টেকনাফ” মহাপরিকল্পনা অনুযায়ী জোয়ারভাটার মধ্যবর্তীলাইন হতে পৌরসভারমধ্যে প্রথম ৩০০ মিটার“নো ডেভেলপমেন্ট জোন” হিসেবে চিহ্নিত। যেখানে কোনরূপ স্থাপনা নির্মাণ করা যাবেনা। মহাপরিকল্পনা অনুযায়ী বিএস ৩০২১ ও ২০০০১নং দাগ“নো ডেভেলপমেন্ট জোন”এলাকার অন্তর্ভুক্ত। এ ছাড়া ২০১১ সালের ১১ জুন জনস্বার্থমূলক এক মামলার রায়ে পৃথিবীর দীঘতর্ম কক্সবাজার সমুদ্র সৈকত সংরক্ষণের নির্দেশনা রয়েছে এবং সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে সমুদ্র সৈকতে কোনরূপ স্থাপনা নির্মাণ না করার। সেইসাথে ইতোমধ্যে নির্মিত সকল স্থাপনা ভেঙে ফেলারও সুস্পষ্ট নির্দেশ রয়েছে আদালতের। আইনী নিষেধাজ্ঞা ও আদালতের সুষ্পষ্ট নির্দেশ থাকাসত্ত্বেও মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক ১নং খাস খতিয়ানভুক্ত ঝিলংজা মৌজার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এলাকার লাবণী পয়েন্ট সংলগ্ন বিএস ৩০২১ ও ২০০০১ নং দাগে ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা ও উদাসিনতার পরিচায়ক। একইসাথে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক দেশের আইনী বিধান ও মহামান্য আদালতের নির্দেশ সুস্পষ্ট ভাবে লঙ্ঘনও বটে।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রীম কোর্টের আইনজীবি সাঈদ আহমেদ কবির চকরিয়া নিউজকে বলেন,‘ কক্সবাজার সমুদ্র ও সমুদ্র সৈকতের সংবেদনশীল পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকে ক্ষতিকর ও আইনবহির্ভূত কার্যকলাপ হতে রক্ষা করতে না পারা আইন প্রয়োগকারী ও আদালতের রায় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে নোটিশপ্রাপ্তরা ব্যর্থতার পরিচায়ক।

পাঠকের মতামত: