ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর উখিয়ার শাহজাহান সহ ১২ জন আটক

চট্রগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর, কক্সবাজার জেলার উখিয়ার মুহাম্মদ শাহজাহান সহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসায় অনুষ্ঠানরত একটি কথিত গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম শহরের গোলপাহাড় মোড়ের সুর্বনা আবাসিক এলাকায় গোপন বৈঠক থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমির মুহাম্মদ শাহজাহান সহ ১২ জনকে আটক করা হয়। তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর অনেক নেতার সাথে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্রসংগত, আটক হওয়া চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান কক্সবাজার জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর ও উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা।

পাঠকের মতামত: