ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

দেশের পরিবেশ রক্ষায় প্রত্যেককে  একটি করে চারা গাছ রোপন করতে হবে -চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশের খবর পাঠক বন্ধুর উদ্যোগে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা রোপন ও বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেকের সভাপতিত্বে চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

প্রধান অতিথি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিজেদের প্রয়োজনে প্রত্যেক নাগরিকের ১টি করে হলেও চারা রোপন করা দরকার। সরকারের উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের খবর’ চারা রোপন ও বিতরণে সহযোগিতা করছেন। তিনি পত্রিকার সফলতা কামনা করে শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের পড়া লেখার পাশাপাশি বৃক্ষরোপন ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলে, চকরিয়ার আশপাশে কোন রোহিঙ্গা লুকিয়ে থাকলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানান।

বাংলাদেশের খবরের চকরিয়া প্রতিনিধি মো.সাইফুল ইসলাম খোকনের সঞ্চলনায় চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বিএটিবি’র চকরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মালুমঘাট আইডিয়াল স্কুলের শিক্ষক/শিক্ষিকা যথাক্রমে, নাজমা বেনজির, সোলতানুল আরেফিন, মিজানুর রহমান, সিহাব উদ্দিন, প্রকাশ চন্দ্র চৌধুরী, জাবের আহমদ, বিবেক চন্দ্র শীল, তৌহিদুল করিম, সুবেরা নাথ, বাংলাদেশের খবরের পেকুয়া প্রতিনিধি, আবদুল করিম বিটু, বাংলাদেশের খবরের পাঠক বন্ধুর ডুলাহাজারা কলেজ শাখার আহবায়ক নাহিদ হাসান মাসুম, যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন. ক্রীড়াবিদ মো. সাগর প্রমুখ।

বিএটিবি’র সহযোগিতায় ওই স্কুলের ৮শ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন জাতের ৫ হাজার চারা বিতরণ করা হয়। এর আগে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী স্কুল আঙ্গিনায় ২টি চারা রোপন করে অনুষ্ঠানে শুভ সুচনা করেন।

পাঠকের মতামত: