ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বদরখালী সমিতির নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৩৬ জন প্রার্থী

মনির আহমদ, চকরিয়া :: দেশের বৃহত্তম সমবায় সমিতি বদরখালী কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর- ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে। চকরিয়া উপজেলা সমবায় অফিস কর্তৃক তফসিল ঘোষনার সাথে সাথে নির্বাচনের তফসিল অনুযায়ী ২৮ আগষ্ট ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এম আব্দুল মান্নানের হাতে মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন ৩৬ জন প্রার্থী। এদের মধ্যে সভাপতি পদে ৫ জন, সহ সভাপতি ২ জন, সাধারন সম্পাদক ৪ জন এবং সদস্য পদে ২৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন,
সভাপতি- ১.নুরুল আলম সিকদার,২.  মাষ্টার মোহাম্মদ শাহাব উদ্দিন।  ৩. দেলোয়ার হোছাইন, ৪ .মীর কাশেম আলী সিকদার, ৫.মৌলভী আব্দুর রহমান । সহ-সভাপতি-১ আলী মোহাম্মদ কাজল,২. আনছারুল করিম।
সাধারণ সম্পাদক- ১.মোহাম্মদ আলী চৌধুরী, ২. নুরুল আমিন জনি, ৩. জয়নাল আবেদীন খান, ৪. মীর মোশারফ হোছাইন, ৫. আরিফ জুনায়েত্র রাশেল।
পরিচালক পদে-১. শাহাব উদ্দিন শাকিল, ২.শফিউল আলম শফি, ৩. হাফেজ আহমদ, ৪.আব্দুল আজিজ, ৫.জয়নাল আবেদীন কাতারী, ৬.আলী আকবর মেম্বার, ৭.কুতুব উদ্দিন, ৮. হেলাল উদ্দিন, ৯. ডাঃ নাজেম উদ্দিন, ১০.আব্দুল্লাহ আল্ মামুন, ১১.কফিল উদ্দিন মোহাম্মদ জাহাংগীর , ১২.আবু তাহের, ১৩.নাজেম উদ্দিন, ১৪,নাছির উদ্দিন, ১৫.আবুল কাশেম, ১৬.আব্দুল কাদের , ১৭.জাফর আলম ১৮. মোহাম্মদ ইসহাক, ১৯.আব্দুল কাদের, ২০. শহিদুল্লাহ, ২১. হাজ¦ী হামিদ উল্লাহ, ২২. জসিম উদ্দিন টিটু, ২৩. মোজাফ্ফর আহমদ, ২৪. জাফর আহমদ, ২৫. হোসেন মাঝি। উপজেলা সমবায় কর্মকর্তা এমএ মন্নান জানান, দেশের ঐতিহ্যবাহী ও বৃহত্তম সমবায় সমিতি বরখালী কৃষি ও উপনিবেশ সমিতি। এ সমিতির নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর। নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথেই সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাঠকের মতামত: