ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রার্থীর বিপক্ষে কাজ করায় ২৯ জনকে ২৪ ঘন্টার সর্তককরণ

110-300x138প্রেস বিজ্ঞপ্তি :
দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় কক্সবাজারে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ জন নেতাকে ২৪ ঘন্টার সর্তককরণ অন্যথায় বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। এছাড়াও নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের প্রকাশ্যে কাজ করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিজয়ের বিরুদ্ধচারণকারী কক্সবাজার জেলার বিভিন্ন পৌর, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে তথা নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করার নির্দেশ প্রদান করা হয়। তা নাহলে অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তারা বহিষ্কৃত বলে গণ্য হবে। সর্তককৃত ও সিদ্ধান্ত অমান্যকারী বহিষ্কৃতদের তালিকা।
টেকনাফ ঃ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আহমদ (টেকনাফ উপজেলা চেয়ারম্যান), সহ সভাপতি শফিক মিয়া, সদস্য আবুল কালাম, সদস্য আহমদ হোসেন, টেকনাফ জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ মেম্বার, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাহার, টেকনাফ উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ।
মহেশখালী ঃ মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, মহেশখালী উপজেলা মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক ফজলুল করিম ফজু, সহ-সভাপতি রাশেদ খান, মুজিব সেনা মাতারবাড়ী ইউনিয়নের সভাপতি নবী হোসেন, মহেশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা, ধলঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহ্সান উল্লাহ বাচ্চু, ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, প্রচার সম্পাদক নুরুল আবছার, ধলঘাটা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোহাম্মদ মানিক ও সালাহ উদ্দিন বাবুল।
কুতুবদিয়া ঃ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আহমদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম চৌধুরী, উত্তর ধুরুং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের কোম্পানী, সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার, কৈয়ারবিল ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ আলম, কৈয়ারবিল ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

পাঠকের মতামত: