ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে আন্তঃ শ্যূটিং ক্লাব প্রতিযোগিতা শুরু

ুিডিডডএম.এ আজিজ রাসেল :::

পর্যটন নগরী কক্সবাজারে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ ক্লাব শ্যূটিং প্রতিযোগিতার। ১৬ মার্চ বুধবার বিকালে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে ২১ তম এ প্রতিযোগিতার পর্দা উঠে। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে। বিশেষ করে কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর সুনজর রয়েছে। ইতোমধ্যে এখানে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামকে আধুনিক মানের নির্মাণ করা হয়েছে। তার মধ্যে শ্যূটিংয়ের অগ্রযাত্রা করলে কক্সবাজারের ছেলেমেয়েদের সৃষ্টিশীল প্রতিভা বিকশিত হবে। জেলা প্রশাসক আলী হোসেন বলেন, শ্যূটিংয়ের জন্য ইতোমধ্যে এখানে অফিস বরাদ্দ দেয়া হয়েছে। অচিরেই হিমছড়িতে এক একর জায়গায় মনোরম পরিবেশে প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে হবে। বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ক্লাব ও কক্সবাজার রাইফেল ক্লাবের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ক্লাবের মহাসচিব ইফখেরুল হামিদ ও রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সোবহান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন ও রাইফেল ক্লাবের আবু মোর্শেদ চৌধুরী খোকা ও সদস্য আলহাজ শফিক কোম্পানি উপস্থিত ছিলেন। এর আগে আয়োজক কমিটি সাংবাদিকদের পুরো আয়োজনের ব্রিফিং করেন। এতে জানানো হয়, রাইফেল ক্লাবের অনুরোধে এখানে প্রথম এ আয়োজনের যাত্রা শুরু করা হয়। ৩ দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য ৪৪টি ক্লাবের আন্ডার ২৫ ও ১৫ ক্যাটাগরিতে ৩৫০ জন শ্যূটার অংশ নেয়। কাল ১৮ মার্চ বিকালে অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া মন্ত্রী বীরেণ সিকদার। প্রতিযোগিতায় প্রথম স্থান ৫ লাখ, ২য় স্থান ৩ লাখ ও ৩য় স্থান অর্জনকারীকে ১ লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে। মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ক্লাবের সহ সভাপতি শেখ আকরাম আলম ও কাইসারুল ইসলাম।

পাঠকের মতামত: