ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়া ভূমি অফিসে খতিয়ান নিয়ে দু,পক্ষের সংঘর্ষে আহত-৪

songarsওমর ফারুক ইমরান, উখিয়া ::

কক্সবাজারের উখিয়া থানার সামনে অবস্থিত উপজেলা ভূমি অফিসে খতিয়ান নামজারীকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ নিযে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উখিয়া ভূমি অফিসের নাজির নেপাল বাবুকে ম্যানেজের মাধ্যমে প্রভাবশালী একটি মহল কক্সবাজার জজকোর্টে মামলা চলাকালীন একটি খতিয়ান নামজারী করতে উঠেপড়ে লেগেছে। খবর পেয়ে আজ সকাল সাড়ে ১১ টার দিকে জমির মালিক সিকদারবিল গ্রামের মৃত বদিউর রহমানের পুত্র মোহাম্মদ আলীসহ অন্যারা নাজিরের কাছে নামজারীর ব্যাপারে লিখিত আপত্তি জানালে বশির আহামদের নেতৃত্বে নামজারীর পক্ষের একটি গ্র“প তাদের উপর হামলা চালায়। এতে মোহাম্মদ আলী (৫২), সাইফুল সিকদার (২৮),জসিম উদ্দিন (২২) ও আবু তাহের (২৮) আহত হয়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মোহাম্মদ আলী অভিযোগ করে জানান, নামজারী করতে আসা জমির খতিয়ান আমার নামে, যার সৃজিত খতিয়ান নং ২৮১১। এ ব্যাপারে কক্সবাজার জজকোর্টে মামলাও চলমান রয়েছে। যার মামলা নং অপর- ২৬৬। তবুও তারা নাজিরকে ম্যানেজের মাধ্যমে নামজারী করার পায়তারা চালাচ্ছিল। আমরা নাজিরের কাছে লিখিত আপত্তি দেওয়ায় আমাদের উপর প্রকাশ্যে হামলা করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত নাজির নেপাল বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তাদের আপত্তি গ্রহন করেছি। এ ব্যাপারে শুনানী পূর্বক চুড়ান্ত সিন্ধান্ত দেবেন এসিল্যান্ড স্যার। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত: