ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে ডজন মামলার আসামী গ্রেফতার

atokসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ১২ মার্চ ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ডজন মামলার আসামী ডাকাত ইদ্রিছকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইদ্রিছ ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া গ্রামের আবদু শুক্কুরের ছেলে। ১১ মার্চ রাত ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের ঝনঝনিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ডজন মামলার আসামী ডাকাত ইদ্রিছকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করে। উদ্ধারকৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত সদস্য ও ডজনাধিক মামলার আসামী ইদ্রিছ বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে কে বা কারা তার দু’হাতের অধিকাংশ আঙ্গুল কেটে দিয়েছে এটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারার জেরে তাদের অন্ত কলহে তাদের দলের সদস্যরাই পার্শ্ববর্তী জঙ্গলে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এদিকে উক্ত ঘটনাকে একটি চক্র আসন্ন ইউপি নির্বাচনকে পূঁজি করে স্বার্থ হাসিলের অপচেষ্টায় ব্যবহারের চেষ্টা করছে বলে এলাকার সচেতন লোকজন দাবী করছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, পুলিশ হত্যা, অপহরণ, ছিনতাইসহ ডজনাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ধৃত ডাকাত ইদ্রিছ ২০১২ সালে চন্দনাইশ থানায় অস্ত্রসহ নোহা গাড়ী নিয়ে গ্রেফতার হয়েছিল, রামু উপজেলার ঈদগড় ঢালায় পুলিশ কনস্টেবল সুসময় চাকমা হত্যা মামলার অন্যতম আসামী বলে জানা গেছে। সে দীর্ঘদিন পলাতক থেকে এলাকায় বিশাল বাহিনী গঠন করে নানা অপরাধ সংঘটিত করেও পার পেয়ে যায়। অবশেষে তাদের অন্ত কলহের জেরে পুলিশের খাচায় বন্দী হওয়ায় এলাকার লোকজনের মাঝে স্বস্থি ফিরে আসে।

#################

 ঈদগাঁওতে এক ব্যক্তির হাত কেটেছে দূর্বৃত্তরা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ১২ মার্চ :::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় এক ব্যক্তির উভয় হাতের আঙ্গুল স¤পূর্ণ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। ১১ মার্চ রাত ১০টায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যক্তির নাম মো. ইদ্রিছ। পুলিশ মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ভিলেজার পাড়ার মো. ইদ্রিছকে শরীফ-ওবাইদুর নেতৃত্বে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে পরিকল্পিতভাবে তার দু’হাতের ৮টি আঙ্গুল কেটে ফেলে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এদিকে রাত প্রায় সাড়ে ১০টায় খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এএসআই ইমাম ঘটনাস্থলে মুমূর্ষ অবস্থায় আহত ইদ্রিছকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে হাসপাতালে পাঠায়। ভিন্ন সূত্রে জানা যায়, মোঃ ইদ্রিছের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। কিন্তু এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার ধরণ বা সংখ্যা জানতে চেয়েও পাওয়া যায়নি। শরীফের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, মোঃ ইদ্রিছ একজন দুর্র্ধষ ব্যক্তি। কারা ঘটনা ঘটিয়েছে আমি জানি না। তবে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে বলে জানতে পারি। ঈদগাঁও পুলিশের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তা দ্রুত তদন্ত চালানো ও আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: