ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

যথাযথ শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহবান -হরিখোলাই আদিবাসী ছাত্র পরিষদ

াাাাচকরিয়া নিউজ ডেস্ক :::

আজ ১২মার্চ  বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদ কক্সবাজার জেলা কমিটির সম্মেলন টেকনাফ উপজেলার হোয়াইক্যং হরিখোলা গ্রামের হরিখোলা শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সদস্য মাহ্লাখিং চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরৎ জোতি চাকমা। বিশেষ অতিথি আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক জিংমুনলিয়ান বম, কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন এবং সাংগঠনিক সম্পাদক ও মানবধিকার কর্মী ক্যজঅং, উখিয়া উপজেলার আদিবাসী ফোরামে সভাপতি মংক্যচিং চাকমা, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৪ ওয়ার্ডে আদিবাসীদের একমাত্র মেম্বার প্রার্থী বাবুধন চাকমা, হরিখোলা হেডম্যান কমল চাকমা সহ অন্যান্যদের মধ্যে ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক উমংক্য চাকমা, টেকনাফ উপজেলার ছাত্র পরিষদের সভাপতি অংচিতাইন চাকমা, নিরন্ত তনচংগ্যা, স্বাগত বক্তব্য রাখেন চিসই মার্মা এবং সংঞ্চালকের দায়িত্ব পালন করেন লাটু চাকমা।

mail.google.comসকল শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটা চালু, আদিবাসীদেরকে চিরায়ত ভূমি থেকে জোর পূর্বক উচ্ছেদ বন্ধ করে ভূমি অধিকার প্রতিষ্ঠার দাবিতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শরৎ জ্যোতি চাকমা বলেন, সরকারের ঘোষণা বাংলাদেশ মধ্যম আয়ের দেশ কিংবা উন্নত দেশ কিংবা সোনার বাংলাদেশ হবে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে এই দেশের ৪৫টির অধিক আদিবাসী জাতিসমূহকে পিছনে ফেলে রেখে আপনার এই ঘোষণা বাস্তবায়িত হবে না এবং হতে পারে না। শতাব্দীর পর শতাব্দী ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত কক্সবাজার অঞ্চলের আদিবাসীদের জাতীয় অস্তিত্ব ও আত্মপরিচয় ঠিকিয়ে রাখতে হলে সকলকে অধিকার সচেতন হতে হবে। আদিবাসী ছাত্রদেরকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে সংগ্রামী চেতনা ধারন করতে হবে। সংগ্রাম ব্যতীত আদিবাসীদেও অধিকার কোন সরকার দিবেনা, সংগ্রাম করেই আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর ঐক্যবদ্ধভাবে সংগ্রাম পরিচালনার জন্য বাংলাদেশ আদিবাসী ফোরামের পতাকাতলে সমবেত হতে হবে। বক্তারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রকার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহবান জানান। সমাবেশে তিন শতাধিক আদিবাসী ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। সমাবেশ শেষে উমংক্য চাকমাকে সভাপতি, লাটু চাকমাকে সাধারণ সম্পাদক এবং অংকিউঅং চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন।হরিখোলাই আদিবাসী ছাত্র পরিষদের সম্মেলন

 

পাঠকের মতামত: