ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চকরিয়া উপজেলা নির্বাচনে ৩৬ কেন্দ্রে ১৮ হাজার ২৮২ ভোটে এগিয়ে সাঈদীর আনারস

নিজস্ব প্রতিবেদক ::

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম সাঈদী। আ.লীগ দলীয় নেৌকা প্রার্থীর গিয়াস উদ্দিন মাত্র ৩১ ভোট পেয়েছেন এমন ভোটকেন্দ্রও রয়েছে।
আজ সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টায় সর্বশেষ প্রাপ্ত ৩৬টি ভোটকেন্দ্রের বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর চেয়ে আনারস প্রতীকে ফজলুল করিম সাঈদী ১৮ হাজার ২৮২ ভোটে এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ২৭ হাজার ৪৮ ভোট। আর নৌকা মার্কা প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছে ৮ হাজার ৭৬৬ ভোট।

চকরিয়া উপজেলা পরিষদের হলরুম মিলনায়নের  মোহনায় ভোট গণনা চলছে।
চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন। সেখানে পুরুষ ভোটার ১৪৮৯০৫ জন এবং মহিলা ভোটার ১৩৫৬৫০ জন। মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ছিল ৬৩৪ টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

পাঠকের মতামত: