ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পেকুয়ার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গন

স্টাফ রিপোর্টার, পেকুয়া ::
নানা বয়সী প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে গত শনিবার মুখর হয়ে উঠেছিল কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন। পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ, ঘোরাঘুরি ও ছবি তুলে দিনটি কাটিয়েছেন তাঁরা। বিদ্যালয়ের ৮০ বছর পূর্তির অনুষ্ঠানে তাঁরা আবারও দেখা পেয়েছেন স্কুল জীবনের বন্ধুদের, ফিরে গেছেন স্কুল জীবনের সেই দিনগুলোতে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে নষ্টালজিয়ায় হারিয়ে গেছেন ৮০ বছরের বৃদ্ধ থেকে সদ্য সাবেক হওয়া শিক্ষার্থীটিও।

শনিবার সকাল সাড়ে দশটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও প্রাক্তন ছাত্ররা। এর আগে সকাল সাড়ে নয়টায় হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বারবাকিয়া বাজার ঘুরে বিদ্যালয়ের পাশের বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের মাঠে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যা- কলেজের সাবেক অধ্যক্ষ এইচ এম ফজলুল কাদের, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ছরওয়ার উদ্দিন, চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ জসিম উদ্দিন, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম মিনু, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাশুক আহমেদ, চট্টগ্রামের পেকুয়া ছাত্র ও যুবকল্যাণ পরিষদের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, সাকিব উদ্দিন প্রমুখ। বিকেল তিনটায় স্মৃতি চারণ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

পাঠকের মতামত: