ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পেকুয়ায় মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার বিকালে বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ৫৫লাখ টাকার বরাদ্দে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চকরিয়া-পেকুয়ার এমপি জাফর অালম।

এর অাগে এমপি জাফর অালম বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে সর্বোচ্চ বরাদ্ধ দিয়ে শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার কারণে শিক্ষার হার অনেকাংশে বেড়ে গেছে। বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি তাদের জন্য দেওয়া হচ্ছে সরকারি ভবন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনের জন্য পেকুয়ায় প্রথম স্মৃতি যুদঘর করা হচ্ছে।

এসময় অারো উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত অাজিজ রাজু, উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী অাবুল কাশেম, স্বতন্ত্র প্রার্থী এসএম গিয়াস উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভুঁইয়া।

পাঠকের মতামত: