ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

স্কাউট জাম্বুরীতে অংশ নিতে গাজীপুর যাচ্ছে জেলার ১৫টি স্কুল

নুরুল আমিন হেলালী, কক্সবাজার ::

১০ম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরীতে অংশ নিতে ঢাকা যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের ৮টি উপজেলার বাছাইকৃত ১৪টি মাধ্যমিক স্কুল ও ১টি মাদ্রাসা। আগামী ৮-১৫ মার্চ ২০১৯ইং পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর জেলায় অনুষ্টিতব্য এ অনুষ্টানে বাংলাদেশের বিভিন্ন জেলার কাছাইকৃত প্রতিষ্টানগুলোর স্কাউটরা অংশ নিবে বলে জানা গেছে। প্রত্যেক প্রতিষ্টানের ইউনিট লিডার এর নেতৃত্বে নির্দিষ্ট পোশাক পরে ৭মার্চ বিকাল ৩ঘটিকার সময় সকল স্কাউট গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানান, জেলার কন্টিজেন্ট লিডার ফরিদুল আলম। নির্বাচিত প্রতিষ্টানের মধ্যে সদর উপজেলায় নুরুল আমিন হেলালীর নেতৃত্বে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ইব্রাহিম খলিলের নেতৃত্বে কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম কুতুবীর নেতৃত্বে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী, আবদু ছালামের নেতৃত্বে ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, রামু উপজেলায় সুপন বড়–য়ার নেতৃত্বে রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়, আঙ্গুর বালা দাসের নেতৃত্বে রামু উচ্চ বালিকা বিদ্যালয়, চকরিয়া উপজেলায় আনছারুল করিম ও জুবাইরা বেগমের নেতৃত্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠ, আতিকুর রহমানের নেতৃত্বে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, মোঃ হোছাইনের নেতৃত্বে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, পেকুয়া উপজেলায় রহমত উল্লাহর নেতৃত্বে শিলখালী উচ্চ বিদ্যালয়, মহেশখালী উপজেলায় গিয়াস উদ্দীনের নেতৃত্বে মহেশখালী উচ্চ বিদ্যালয়, গফুর উদ্দীনের নেতৃত্বে মহেশখালী আইল্যান্ড উচ্চ বিদ্যালয়, উখিয়া উপজেলায় তমন কুমার শর্মার নেতৃত্বে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও আনোয়ার ইবনে কামালের নেতৃত্বে ভালুকিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮জন করে স্কাউট জাম্বুরীতে অংশগ্রহন করবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস। এদিকে সকল প্রতিষ্টানের ইউনিট লিডারের নেতৃত্বে গাজীপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃইব্রাহিম খলিল।

পাঠকের মতামত: