ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক ছাফওয়ান সহ ৭ জনের জামিনলাভ

নিজস্ব প্রতিবেদক ::   পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক আজাদীর পেকুয়া অফিস প্রধান, বিশিষ্ট গণমাধ্যম কর্মী ছাফওয়ানুল করিম সহ পেকুয়ার ৭ জন বিএনপি নেতা জামিন লাভ করেছেন। মঙ্গলবার ৪ মার্চ কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজের আদালতে ফৌজদারী মিচ মামলা ৭৮৯/২০১৯, ৭৯৯/২০১৯ ও ৭৯৭/২০১৯ মামলায় শুনানী শেষে ছাফওয়ানুল করিম সহ ৭ জনকে বিচারক জামিন প্রদান করেন। বিষয়টি ছাফওয়ানুল করিমের নিয়োজিত আইনজীবী এডভোকেট মোশাররফ হোসেন টিটু সিবিএন-কে নিশ্চিত করেছেন। পেকুয়া থানায় দায়েরকৃত দু’টি মামলায় হাইকোর্ট থেকে নেয়া আগাম জামিনের মেয়াদ শেষে গতকাল ৪ ফেব্রুয়ারি চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমারের আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন নামনঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়য়েছিলেন।

পাঠকের মতামত: