প্রেস বিজ্ঞপ্তি ::
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো বন্ধুসভার কক্সবাজার জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। ১ মার্চ শুক্রবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ২০১৯ সালের জন্য নতুন এইকমিটি ঘোষণা করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু কমিটি ঘোষনা দেন। এ উপলক্ষে একসভা বন্ধুসভার সদস্য জাহেদ নুরেরসভাপতিত্বে এবং আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বন্ধুসভার সদস্য- ইব্রাহিম খলিল, শবনম মোস্তারী রনি, ফারিয়াল মৌমিতা পুষ্পি, ইনজামামুল হক, শাফকাত শাহরিয়ার রশিদ, আব্দুর রহিম প্রমুখ।
# কমিটি নিম্নরূপ:
সভাপতি- ইব্রাহিম খলিল, সহ সভাপতি- আরিফুর রহমান ও আব্দুর রহিম, সাধারণ সম্পাদক- ফারিয়াল মৌমিতা মোস্তফা পুষ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক- কায়সার হামিদ ও আনাস বিনআফসার, সাংগঠনিক সম্পাদক- শাফকাত শাহরিয়ার রশিদ, উপ সাংগঠনিক সম্পাদক- ইনজামামুল হক, নারী বিষয়ক সম্পাদক- শবনম মোস্তারি রণি, অর্থ সম্পাদক- রাহিমা আকতারখুশি, যোগাযোগ সম্পাদক- সুবাহ সিনথিয়া, দপ্তর সম্পাদক- সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মোহাম্মদ মামুন, প্রচার সম্পাদক- রুহুল আমিন, অনুষ্ঠান সম্পাদক- কনিকা আকতার, পাঠচক্র বিষয়ক সম্পাদক- তাসলিম জাহান মীম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক- মো. ফাহিম, ক্রীড়া সম্পাদক- ফয়সাল আহমেদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজকল্যাণসম্পাদক-সাদিয়া হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ফাহিম কুদ্দুস প্রিয়, মানবসম্পদ বিষয়ক সম্পাদক- ফাতেমা আহমেদ সাথী, পরিবেশ সম্পাদক- ফাউজিয়া তাবাচ্ছুম, পাঠাগারসম্পাদক- ঐশ্বর্য দে অর্ণি, প্রশিক্ষণ সম্পাদক- নেওয়াজ মোরশেদ ফিরোজ, সদস্য- শাউলিন সুস্মিতা মোস্তফা, জাহেদ নুর জিতু, মালাথে রাখাইন, জামশেদ সাকিল জয়, আজিজুর রহমান, আশরাফ উদ্দিন তারেক, রেশমি সোলতানা, ক্য হ্লাং রাখাইন, ইরফান উদ্দিন আবির, জান্নাতুল নাঈম, হাশেম উদ্দিন, নাজমা আকতার রেশমী, আকলিমা আকতার, জেসমিন নাহার মেরী, সামিনা আকতার, সাবরিনা মঞ্জুর শাম্মী, শফিকুল ইসলাম, আকাশ শর্মা, সোলতানা আক্তার, সামশুন্নাহার আঁখি, মো. কাউসার, মো. হাসান ও কফিল উদ্দিন।
উপদেষ্টা পরিষদ:
আব্দুল কুদ্দুস রানা, বিশ্বজিৎ পাল বিশু, দিদারুল আলম রাশেদ, মোহাম্মদ মহিউদ্দিন, জেবুন্নেছা, হাসনা হুরাইন চৌধুরী, আপন চন্দ্র দে ও কাজী মিজানুর রহমান।
পাঠকের মতামত: