ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়েছে। ২৪ মার্চের পরিবর্তে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা।
তিনি বলেন, এ সংক্রান্ত নির্দেশনা জারী করেছে নির্বাচন কমিশন।
নতুন শিডিউল অনুযায়ী মনোয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ৪ মার্চ, প্রার্থীতা যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ এবং ভোট গ্রহণ ৩১ মার্চ। নতুন কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে সুযোগ রয়েছে। তবে, ইতোমধ্যে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থীতা বহাল থাকবে, নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবেনা বলে জানিয়েছেন নির্বাচন অফিসার।

পাঠকের মতামত: