ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় মায়ের কোলে শিশু, প্রতারক পিতা আটক

atokপেকুয়া প্রতিনিধি ::

শিশুটির কি অপরাধ। একটি ফুট ফুটে শিশু। গত এক মাস আগে পৃথিবীর আলো দেখেছে মাত্র। পৃথিবীতে আসা মাত্রই তাকে নিয়ে কত ঠাট্টা, তামাশা। অপায়া বলে মাকে নিয়ে কত অপবাদ। কি দোষ ছিল তাদের। ভাল লাগা থেকে ভালবাসা, প্রেম অতপর বিয়ে। সব কিছু ঠিক রয়েছে। শুধু বিয়ের কাবিন হয়নি। অসহায় নিতান্ত গরীবের মেয়ে খাদিছা বেগম (২০)। উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী স্বাস্থ্য প্রতিবন্ধি মাহমুদুল করিমের মেয়ে। গত দু’বছর পুর্বে তার সাথে প্রেমের সম্পর্ক হয় একই ইউনিয়নের মেহেরনামা বলিরপাড়া আবাসন প্রকল্পের মো.রশিদের ছেলে আহমদ কবিরের। এক বছর পুর্বে দু’জনই অজানার উদ্দেশ্যে পাড়ি দেন। ইসলামি শরিয়া মোতাবেক তারা আক্দ সম্পন্ন করে স্বামী-স্ত্রীর মত ঘর সংসার শুরু করে। কিন্তু কাবিন সম্পাদন হয়নি তাদের। চট্টগ্রাম শহরে একটি ভাড়া বাসা নিয়ে তারা দু’জনই সংসার শুরু করে। কিছু দিন থাকার পর নিজবাড়ি বলিরপাড়ায় চলে আসেন শহর থেকে। সেখানে অতিবাহিত করেন প্রায় ৪মাস। কিন্তু কাল হল কাবিননামা। খাদিছা স্বামীকে চাপ দেয় কাবিননামা সম্পন্ন করতে। কিন্তু প্রতারক আহমদ কবির আশ্রয় নেয় দুর্ধান্ত প্রতারনার। এক পর্যায়ে বাড়িতে স্ত্রীকে রেখে উধাও হয়ে যায় সে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিচার চেয়ে একাধিক নালিশও দেন দরিদ্র ওই মহিলা। নির্যাতন শুরু করে শাশুর বাড়ির লোকজন। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে নিরুপায় হয়ে পিত্রালয়ে চলে আসেন অসহায় খাদিছা। এর মধ্যে অন্তা:সত্তা হয়ে পড়েন খাদিছা। এদিকে প্রতারক স্বামী আহমদ কবিরের সাথে গত দু’মাস পুর্বে গোপনে অন্য মেয়ের সাথে বিয়ে পাকাপোক্ত হয়। খবর পেয়ে খাদিছার আতœীয়রা ওই প্রতারককে আটক করে পেকুয়া ইউপি পরিষদে সোপর্দ করে। প্রশাসনের ধারে ধারে ঘুরছে ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু গরীব বলে তো একটা কথা আছে। এর মধ্যে গত এক মাস আগে খাদিসার কোলে জন্ম নেয় এক পুত্র শিশু। এদিকে আহমদ কবিরের সাথে মগনামা ইউনিয়নের রঙ্গিলখালের পুর্বকুল এলাকার শাহাব উদ্দিনের মেয়ে তন্নি বেগমের সাথে বিয়ে দিনক্ষন ছিল গতকাল সোমবার। বিষয়টি জানাজানি হলে খাদিছার আতœীয়রা গতকাল সকাল ১১টার দিকে পেকুয়া বাজার থেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে তাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৭.৪০মিনিট) বিষয়টি নিয়ে এখনো সুরহা হয়নি। পেকুয়া থানার এসআই বিমল কান্তি জানিয়েছেন উভয়পক্ষ বৈঠকে বসেছে। আশা করি সুন্দর সমাধায় তারা পৌঁছবে।

পাঠকের মতামত: