ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কক্সবাজারে জাটকা সংরক্ষণে মৎস্যজীবিদের সচেতনতা সমাবেশ

aaaaআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

“জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৬ এর ৫ম দিনে কক্সবাজারে মৎস্যজীবিদের সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল (রবিবার) বিকালে নুনিয়াছড়াস্হ কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্র প্রাঙ্গনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফডিসি ব্যবস্হাপক মোঃ শরীফুল ইসলাম বলেন, বিএফডিসি ঘাটে জাটকা ইলিশ অবতরণ ও বিক্রি রোধে ব্যবস্হা নেয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের সিনিয়র চীফ পেটি অফিসার মোঃ আহসান হাবিব বলেন, মৎস্য সংক্রান্ত সকল আইন প্রয়োগে কোস্টগার্ড সর্বদা সচেষ্ট রয়েছে। জাটকা ইলিশ সংরক্ষনে সরকারের গৃহীত পদক্ষেপ ও এর উপকারী দিক ব্যাখ্যা করে সভায় আরো বক্তব্য রাখেন জেলা ফিশিং বোট মালিক সমিতির সহ সভাপতি নুরুল ইসলাম চিশতী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ ও মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি ওসমান গনি টুলু প্রমুখ। মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলে-মৎস্যজীবি, ফিশিংবোট মালিক-শ্রমিক, ও মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারন উক্ত সভায় উপস্হিত ছিলেন।

পাঠকের মতামত: