ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের সংঘদান, ধর্মীয় সেমিনার অনুষ্ঠিত

াাাপপপপফারুক আহমদ, উখিয়া

কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ীদের উদ্যোগে ও মঙ্গল কামনায় গতকাল শুক্রবার সারাদিন ব্যাপী অষ্টপরিস্কার, সংঘদান, ধর্মীয় সেমিনার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বজন সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহতি ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা পালি বিভাগের প্রাপ্তন চেয়ারম্যান অধ্যাপক ড: জিনবোধি মহাথের।

উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শ্রীমৎ রেবত প্রিয় মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বজন সম্মেলনে আর্শীবাধক ছিলেন, উখিয়া ভিক্ষু সমিতির সদস্য সচিব, শ্রীমৎ এস ধর্মপাল মহাথের, উদ্বোধক ছিলেন, কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ শাসনপ্রিয় মহাথের, বিশেষ ধর্মদেশক ছিলেন, ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞাবোধি থের, ভদন্ত শীলমিত্র থের, জ্যোতি প্রজ্ঞাথের, শ্রীমৎ কে.শ্রী জ্যোতিসেন থের। কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত স্বাগতম বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জয়ানশু বড়–য়া, বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক বাবু হেমন্দ্র বড়–য়া, আহ্বায়ক সুনিল বড়–য়া, সদস্য সচিব ডা: সুনিল বড়–য়া প্রমূখ। এ পুজনীয় সম্মেলনে ভিক্ষুকুল গৌরব পূণ্য পুরুষ বিনয়শীল প্রয়াত শাসন বংশ মহাথের স্বরণে ও ডাক্তার নীহারঞ্জন বড়–য়ার রোগমুক্তির কামনায় মঙ্গল প্রার্থনা করা হয়।

প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা পালি বিভাগের প্রাপ্তন চেয়ারম্যান অধ্যাপক ড: জিনবোধি মহাথের গৌতম বৌদ্ধের ধর্মের চিরন্ত বাণী সকলের কাছে পৌঁছে দিয়ে বৌদ্ধ সম্প্রদায়কে জাগ্রত করার আহ্বান জানান। পরে প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকতনের ধর্মীয় ভিত্তি পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থী এবং জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কোটবাজার বৌদ্ধ ব্যবসায়ী কল্যাণ সিমতির সাবেক সাধারন সম্পাদক বাবু কিরন বড়–য়া।

####################

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বেশ জমে উঠেছে। দীর্ঘ ৮ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়েছে। প্রার্থীরা ভোট আদায়ের জন্য ভোটারদের কাছে ধর্না দিচ্ছে।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: ইদ্রিস মিঞা জানান, অভিভাবক প্রতিনিধি (সাধারণ) ৪টি পদের জন্য ১৩ জন মনোনয়ন পত্র গত বৃহস্পতিবার জমা দিয়েছেন। প্রার্থীরা হল আবুল হাসনাত চৌধুরী আবুলু, হাসান জামাল রাজু, রাজা মিয়া, সাকের উদ্দিন, আফছার কামাল, বশির আহমদ, ফরহাদ মাহমুদ খোন্দকার, মোহাম্মদ আলমগীর, আছহাব উদ্দিন মেম্বার, মুজিবুল হক ভুট্টো, আব্দুল্লাহ আল-হাকিম, মিমাংশু বড়–য়া, আব্দুল গফুর দানু।

সংরক্ষিত মহিলা আসনে ১টি পদের জন্য বিউটি আক্তার ও ছেনুয়ারা বেগম মনোনয়ন পত্র জমা প্রদান করেন। দাতা সদস্য পদে একমাত্র সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৭ ফেব্র“য়ারী মনোনয়ন পত্র বাচাই, ১ মার্চ মনোনয়ন পত্র প্রত্যহার ও ২১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে ভোটার সংখ্যা ১১৬০ জন।

 

পাঠকের মতামত: