রামু প্রতিনিধি :: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার নূরানী’র (প্রাক-প্রাথমিক) ছাত্রী জান্নাতুল ফেরদৌস সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের সময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকাস্থ মাদ্রাসার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশুছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশুছাত্রী জান্নাতুল ফেরদৌস (৫) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালং এলাকার আমির হোসেনের মেয়ে।
আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ জানান, এক-দেড় কিলোমিটার দূর থেকে প্রতিদিনের মতো মাইক্রোবাসে করে একই শ্রেণীতে পড়–য়া বোন হোসনে আরা’র সাথে মাদ্রাসায় আসছিল, নূরানী শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস। হোসনে আরা নিরাপদে রাস্তা পার হতে পারলেও, গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) সজোরে ধাক্কা দিলে শিশু জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে, ওখানেই তার মৃত্যু হয়।
পাঠকের মতামত: