ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে প্রেমিকার বিয়ে-প্রেমিকের আত্মহত্যা !

আনোয়ার হোছাইন ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রেমিকার বিয়ে অন্যত্র হওয়ায় অভিমানী যুবক প্রেমিক আত্মহত্যা করেছে  । এ সংবাদে এলাকায় তোলপাড শুরু হয়েছে। ৫ আগষ্ট রবিবার  গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঈদগাঁওস্থ ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড  জুমনগর এলাকার রমজান আলী প্রকাশ রমজান খলিফার ছেলে শহিদুল ইসলাম শহিদ(১৭) । খোজ নিয়ে  জানা যায়,শহিদ প্রতিদিনের ন্যায় রাতে  ঘুমিয়ে পড়ে খাবার না খেয়ে।পিতা বাড়ি পৌঁছে ছেলেকে খাবার খেতে    অনেকক্ষন ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। পরে দরজা ভেঙ্গে দেখতে পায় ছেলের  গলায় লুঙ্গির ফাঁস লাগানো । পিতার শোর চিৎকারে পরিবারের অপরাপর সদস্যরা এগিয়ে আসে।সংবাদ  পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এস.আই শাহাজ উদ্দীন লাশ উদ্ধার করে। স্থানীয় বিভিন্ন

সূত্রে জানা যায়,নিহত শহিদুল ইসলামের সাথে পার্শ্ববর্তী এক মেয়েরপ্রেমের সম্পর্ক ছিল।বিষয়টি উভয় পরিবার অবগত থাকলেও কোন কারণে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গডায়নি। কিন্তু বিগত কয়েক দিন পূর্বে প্রেমিকার বিয়ে হয়ে যায় । হয়ত এ অভিমানে সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে। স্থানীয় মেম্বার আবদু শুক্কুর আত্মহত্যার বি
ষয়টি নিশ্চিত করেন।তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ ছিল না , বিধায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরদিন সোমবার বিকালে নিহতের লাশ দাফন করা হয়েছে।

পাঠকের মতামত: