ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতের গুলিতে কৃষক নিহত

সোয়েব সাঈদ, রামু ::

কক্সবাজারের রামুতে ডাকাতে গুলিতে মোহাম্মদ ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার সময় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ওয়ারী ঘোনা এলাকায় এ ঘটনা সংগঠিত হয়। ওই এলাকার মৃত মোহাম্মদ কালু মিয়া’র ছেলে নিহত মোহাম্মদ ইসলাম (৫০) একজন কৃষক। রাত সাড়ে তিনটার সময় ডাকাতের গুলিতে আহত মোহাম্মদ ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রোববার (৫ আগস্ট) সকাল ৮টায় তাকে মৃত ঘোষনা করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. কলিম উল্লাহ নিহত মোহাম্মদ ইসলামের স্ত্রী গুলজার বেগমের বরাত দিয়ে জানান, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের ডাকাত দল মোহাম্মদ ইসলামের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ডাকাতদল প্রবেশ করার সময় বাড়ির ভেতর থেকে বাঁধা দিলে, ডাকাতরা গুলি ছুঁড়ে। গুলি বিদ্ধ হয়ে মোহাম্মদ ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে, ডাকাতদল ওই স্থান ত্যাগ করে চলে যায়।

ওসি এস এম মিজানুর রহমান ডাকাতের গুলিতে দক্ষিণ মিঠাছড়িতে একজন কৃষক নিহত হয়েছেন জানিয়ে বলেন, ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ ময়নাদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

পাঠকের মতামত: