ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বনভূমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

মনির আহমদ, চকরিয়া ::
চকরিয়ায় আসল ও নকল ভিলেজার পুত্রদের মধ্যে ভিলেজারী জমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। দখলদার পক্ষ বলছে তারা প্রকৃত তালিকাভুক্ত ভিলেজার আর অপর পক্ষ বলছে তারা ওয়ারিশ সুত্রে ভিলেজার। এঘটনায় বাড়ী রক্ষার চেষ্টায় থানায় আশ্রয় নিলে অপরপক্ষ স্থানীয় চেয়ারম্যানের মদদে ঘর উচ্ছেদের চেষ্টা করছেন দাবীতে দুই পক্ষে বিরাজ করছে উত্তেজনা।

সরেজমিনে কক্সবাজার উত্তর বন বিভাগের ছগির শাহ কাটায় গিয়ে জানা যায়, রাজা মিয়া নামের এক বনজায়গীরদার লাল মিয়া নামক একমাত্র ওয়ারিশ রেখে মারা যান। বংশাক্রমিক ভাবে লাল মিয়া মারা গেলে তার পুত্র শাহা আলম ভিলেজারে নাম নিবন্ধনক্রমে ওই জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছেন।কিন্তু স্থানীয় জনৈক সুলতান আহমদের কতিপয় ওয়ারিশ নিজেদেরকে স্বঘোষিত ওয়ারিশ দাবী করে ওই জমি জবর দখলের চেষ্টা করে আসছিল। তারই ধারাবাহিকতায় স্থানীয় দখলবাজ সাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন, আহমদ শরিফ, নুর আলম, রবি আলম ও আহমদ কবির গং স্থানীয় চেয়ারম্যানকে ম্যানেজ করে সংঘবদ্ধ হয়। তারা ভাড়াটিয়া সন্ত্রাসী জোগাড় করে শাহ আলমের বাড়ী ঘর ভেঙ্গে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। অপর দিকে শাহা আলম গং ও মরিয়া বসতঘরসহ জমি রক্ষায়। ফলে রিংভং ছগির শাহ কাটায় দুই পক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। যে কোন মুহুর্তে আসল ও নকল ভিলেজার পুত্রদের মধ্যে ভিলেজারী জমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। দখলদার শাহা আলম পক্ষ বলছে তারা প্রকৃত তালিকাভুক্ত ভিলেজার আর অপর পক্ষ বলছে তারা ওয়ারিশ সুত্রে ভিলেজার। এ ঘটনায় বাড়ী রক্ষার চেষ্টায় থানায় আশ্রয় নিলে অপরপক্ষ স্থানীয় চেয়ারম্যানের মদদে ঘর উচ্ছেদের চেষ্টা করছেন দাবীতে দুই পক্ষে বিরাজ করছে চরম উত্তেজনা। অনাকাঙ্খিত ঘটনা জন্মের আগেই উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন দাবী সচেতন মহলের।

পাঠকের মতামত: