ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কুতুবদিয়া প্রতিনিধি :

কুতুবদিয়ায় পেকুয়া শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পেকুয়া শহীদ জিয়া বিএম ইনস্টিটিউশনের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, সিনিয়র শিক্ষক বদরুল আনাম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম, কক্সবাজার জজ কোর্টের আইনজীবী এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, পেকুয়া শহীদ জিয়া বিএম ইনস্টিটিউটের প্রভাষক শাহাব উদ্দিন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক আজিজুর রহমান, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রেজাউল করিম মুন্না প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র–ছাত্রীদের হাতে সনদ ও বৃত্তির টাকা প্রদান করা হয়।

পাঠকের মতামত: