ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পায়ের জুতা থেকে এক হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক আটক

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :

চকরিয়ায় রোহিঙ্গা যুবকের পায়ের জুতা থেকে এক হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় আটক করা হয় মোঃ আরাফাত (২২) নামের যুবককে। সে মিয়ানমারের মংডু থেকে আগত টেকনাফ পুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ শেডে আশ্রিত মৃত জাফর আহমদের ছেলে। বুধবার রাত বারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারি পার্কের গেইট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে পুলিশে এএসআই ছবি উল্লাহ জানায় বুধবার রাতে মহাসড়কে নিয়মিত তল্লাসি অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এসময় চট্টগ্রাম অভিমুখী একটি ইউনিক বাস তল্লাসি করতে গিয়ে ইয়াবাসহ পাচারকারী আরাফাত নামের এক যুবক ধরা পড়ে। সে অভিনব কায়দায় পায়ের জুতায় লুকিয়ে এক হাজার ইয়াবা টেবলেট পাচার করতে যাচ্ছিল। এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন এক হাজার ইয়াবাসহ যুবক আটকের ঘটনা সত্যতা জানান। তিনি বলেন ইয়াবা পাচারকারী যুবকের বিরুদ্ধে এএসআই ছবি উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করে তাকে চকরিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: