ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় যুবদল নেতা জেলহাজতে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের এসএমচর এলাকা থেকে মারামারি অভিযোগে মো. জাফর আলম (৩২) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মো. কালুর ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন চকরিয়া থানার উপপরিদর্শক মো. এনামুল হক।

স্থানীয় সুত্রে জানা গেছে, কাকারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলম এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, সরকারী জমি দখল করে বিক্রি, গাছ পাচার, বনবিভাগের কর্মকর্তাকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার এসআই মোহাম্মদ এনামুল হক বলেন, আটককৃত জাফরে বিরুদ্ধে ২০১৬ সালের একটি মারামারি মামলায় পরোয়ানা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে প্রেরত করা হয়েছে।

পাঠকের মতামত: